রিয়াল ছেড়ে জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি

রিয়াল ছেড়ে জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি

গত শনিবার রাতে কোপা দেল রে ফাইনালে সিবিএফ আবারও আনচেলত্তির কাছে প্রতিনিধি পাঠানোয় ব্যাপারটা আর গুঞ্জন থাকেনি। সংবাদমাধ্যমও উঠেপড়ে লাগে ভেতরের খবর বের করতে। এত দিন পর ভেতরের খবরটাই জানিয়ে দিল ‘দ্য অ্যাথলেটিক’। সংবাদমাধ্যমটি আজ নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, রিয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন আনচেলত্তি। প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে ব্রাজিল জাতীয় দলে তাঁর মেয়াদ হবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।

রিয়ালে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত, যা বাড়ানো হয় ২০২৩ সালের ডিসেম্বরে। রিয়ালের অনুশীলন গ্রাউন্ডের সূত্র নাম প্রকাশ না করার শর্তে ‘দ্য অ্যাথলেটিক’কে জানিয়েছেন, ড্রেসিং রুমে খেলোয়াড়দের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন ৬৫ বছর বয়সী আনচেলত্তি।

Scroll to Top