রিয়ালে রোনালদোর উত্তরাধিকার হতে পারেন এমবাপে: আনচেলত্তি | চ্যানেল আই অনলাইন

রিয়ালে রোনালদোর উত্তরাধিকার হতে পারেন এমবাপে: আনচেলত্তি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল জার্সিতে যা অর্জন করে গেছেন, তার উত্তরাধিকার হতে পারবেন কাইলিয়ান এমবাপে। লস ব্লাঙ্কোসদের হয়ে অভিষেক মৌসুমে রোনালদোর প্রথম মৌসুমের সমান গোল করার পর তার সম্ভাবনার কথা বলেছেন আনচেলত্তি।

লেগানেসের বিপক্ষে দুটি গোল করেছিলেন এমবাপে। যা তাকে রিয়ালে প্রথম মৌসুমে রোনালদোর সমান ৩৩ গোলের সংখ্যায় পৌঁছে দেয়। ২০০৯-১০ অভিষেক মৌসুমে রিয়ালের হয়ে ৩৩ গোল করেছিলেন পর্তুগীজ মহাতারকা।

;

দুই শিষ্যকে নিয়ে মন্তব্য করতে যেয়ে আনচেলত্তি বলেছেন, ‘বিভিন্ন খেলোয়াড়ের মধ্যে তুলনা করা কঠিন। আশা করতে পারি যে, এমবাপে রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদো যা অর্জন করেছেন তা অর্জন করতে পারবেন। আমার মনে হয় তার এটা করার সম্ভাবনা আছে।’

‘যদি তা করে, তাহলে রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজন কিংবদন্তি হয়ে উঠবে।’

এন্ড্রিককে নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। তার মাঠে সময় কম হয়ে যাচ্ছে এমন প্রসঙ্গে বলেছেন, ‘আমার মনে হয় না এটা নিয়ে সে উদ্বিগ্ন। আমি তার উপর খুশি, আর যখন পারব তখন তাকে কিছু মিনিট দেব। সে সবসময় তার হাতে থাকা মিনিটগুলোর সর্বোচ্চ ব্যবহার করেছে। অবশ্যই, আগামীকাল তার একটা সুযোগ আছে। কোপা ডেল রেতে, সে ভালো করেছে।’

বার্সেলোনাকে নিয়েও মন্তব্য করেছেন আনচেলত্তি, ‘বার্সেলোনা খুব সুন্দর ফুটবল খেলে। কারণ তাদের কিছু একটা করার প্রবণতা থাকে। আর মাদ্রিদ ভিন্ন ধরনের ফুটবল খেলে, অনেক উন্নত মানের। আমি দুটোই পছন্দ করি, যা ঠিক আছে। তুলনা করা কঠিন, কারণ বিভিন্ন দিক আছে, কে সবচেয়ে বেশি চাপ দেয়? কে সবচেয়ে ভালো ডিফেন্ড করে?

Scroll to Top