রিয়াদ-সৌম্যর কাছে লিটনের চাওয়া, ‘তারা এনজয় করুক’

রিয়াদ-সৌম্যর কাছে লিটনের চাওয়া, ‘তারা এনজয় করুক’
রিয়াদ-সৌম্যর কাছে লিটনের চাওয়া, ‘তারা এনজয় করুক’

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। সাকিব এই সিরিজে না থাকায় অধিনায়কত্ব সামলাচ্ছেন লিটন দাস। অধিনায়ক লিটনের কাছে স্বস্তির দুই অভিজ্ঞ ক্রিকেটার স্কোয়াডে ফেরায়। লিটনের চাওয়া, তারা যেন অন্য কোনো চাপ না নিয়ে খেলাটা এনজয় করে।

কাল থেকে মিরপুর শের-ই-বাংলায় মাঠে গড়াবে নিউজিল্যান্ড সিরিজ। আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের আগমন। বিশ্বকাপের আগে নির্বাচকদের পাখির চোখ এই সিরিজে। দলে ফেরা রিয়াদ-সৌম্য’র জন্যেও চ্যালেঞ্জ। ভালো করতে পারলেই তাদের ডাক মিলবে বিশ্বকাপ অভিযানে। 

রিয়াদ-সৌম্যকে ম্যাচে কোন ভূমিকায় দেখতে চান অধিনায়ক লিটন?

‘ভূমিকা নিয়ে আমি বলতে চাই না। পরিস্থিতির ওপর নির্ভর করে। যদি দ্রুত উইকেট পড়ে যায় রিয়াদ ভাই ব্যাটিংয়ে গেলে ৩০-৩৫ ওভারের গেম থাকলে উনি উনার মতো গেম খেলবে। এটা বলার দরকার নেই, উনি অনেক ম্যাচিউরড। একই কথা সৌম্যর ক্ষেত্রেও। যেখানেই সুযোগ পাবে তারা রান করার চেষ্টা করবে। শুধু তারা দুজন না, প্রত্যেক ব্যাটারের দায়িত্ব রান করা।’

অভিজ্ঞতায় এগিয়ে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের দলে থাকা নিঃসন্দেহে যেকোনো অধিনায়কের জন্য স্বস্তির। স্বাভাবিকভাবে লিটন দাসও এমনটা অনুভব করছেন। তবে অধিনায়ক তাদের দিতে চান না বাড়তি কোনো চাপ। লিটনের চাওয়া তারা যেন খেলাগুলো এনজয় কর। 

‘দুইজন সিনিয়র খেলোয়াড় থাকলে তো অবশ্যই সব দিক থেকে হেল্প হয়। অনেক দিন পর তারা খেলতে এসেছেন। আমি চাই না কোনো কিছু নিয়ে তাদের চাপ দিতে। তারা গেমটা এনজয় করুক। বাংলাদেশের প্রতিটি ম্যাচেই এনজয় করতে পারলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে।’

Scroll to Top