রিজিক বৃদ্ধির ৪ আধ্যাত্মিক চাবিকাঠি

রিজিক বৃদ্ধির ৪ আধ্যাত্মিক চাবিকাঠি

তাওয়াক্কুল হলো এমন এক মানসিক অবস্থা, যাতে মানুষ আল্লাহর পরিকল্পনার ওপর পূর্ণ আস্থা রাখে এবং তাঁর আদেশ–নিষেধ নিঃশঙ্ক অনুসরণ করে। তবে তাওয়াক্কুল মানে নিষ্ক্রিয় বসে থাকা নয়; বরং চেষ্টার সঙ্গে আল্লাহর ওপর ভরসা করা। কোরআনে আল্লাহ বলেন, ‘পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নয়।’ (সুরা হুদ, আয়াত: ৬)

অর্থাৎ আল্লাহই আমাদের রিজিকের একমাত্র দাতা।

হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা যদি আল্লাহর ওপর পূর্ণ ভরসা করো, যেমন ভরসা করা উচিত, তবে তিনি তোমাদের রিজিক দেবেন, যেমন তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৩৪৪)

তাওয়াক্কুলের মূলে রয়েছে তাওহিদের প্রতি দৃঢ় বিশ্বাস, যা বান্দার হৃদয়কে আল্লাহর প্রতি নিবেদিত করে এবং দুনিয়ার প্রতি মোহ কমিয়ে দেয়।

Scroll to Top