জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে শুরুটা ভালো ছিল না বাংলাদেশ। শেষদিকে রিজান হোসেন-কালাম সিদ্দিকের ফিফটিতে ভর করে লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে টাইগার যুব দলটি। প্রোটিয়াদের ২৭০ রানের লক্ষ্য দিয়েছে লাল-সবুজ বাহিনী।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে রোববার শিরোপামঞ্চে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক মোহাম্মেদ বুলবুলিয়া। ব্যাটে নেমে ৫ উইকেটে ২৬৯ সংগ্রহ গড়ে বাংলাদেশ।
শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে আসে ৪১ রান। জুটি ভেঙে ১৬ রানে রিফাত বেগ আউট হন। চাপে পড়ে জুনিয়র টিম টাইগার্স দল। ২১ রান করা আরেক ওপেনার জাওয়াদ ফিরে গেলে চাপ বাড়ে। বেশিক্ষণ টিকে থাকতে পারেননি অধিনায়ক অজিজুল হাকিমও। তার ব্যাটে আসে ৭ রান।
এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কালাম সিদ্দিকি ও রিজান হোসেনের জুটিতে বড় সংগ্রহের দিকে ছুটতে থাকে। ১১৭ রানের জুটি ভেঙে কালাম ৬৫ করে আউট হন, ৬ চার তার ইনিংসে। অন্যপ্রান্ত থেকে সেঞ্চুরির দিকে ছুটছিলেন রিজান। শেষপর্যন্ত ৯৬ বলে ৯৫ করে রানআউট কাটা পড়েছেন। ১০ চারের ইনিংস তার।
শেষদিকে উইকেটরক্ষক-ব্যাটার আব্দুল্লাহর ৫ চারে ২৯ বলে ৩৮ রানের ক্যামিও ও সামিউন বশিরের ৮ বলে ১৩ রানের ইনিংসে ৫ উইকেটে ২৬৯ রানের পুঁজি গড়ে বাংলাদেশ।