রাহুলের বিতর্কিত আউট: মাঞ্জরেকার বললেন ‘প্রতারণা’, লেম্যানের চোখে ‘কৃপণতা’

রাহুলের বিতর্কিত আউট: মাঞ্জরেকার বললেন ‘প্রতারণা’, লেম্যানের চোখে ‘কৃপণতা’

ভারতের সাবেক এই ব্যাটসম্যান পুরো বিষয়টিকে একরকম প্রতারণাই বলছেন। তাঁর মুখেই শুনুন, ‘আমি অন-ফিল্ড আম্পায়ারকে দোষ দিচ্ছি না। রাহুলের জন্য আপনার খারাপ লাগার কথা। কারণ, সে এই ইনিংসে অনেক পরিশ্রম করেছে। মুহূর্তটা ম্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ব্যক্তিগতভাবে রাহুলের জন্যও…বিশেষ করে তাঁর ক্যারিয়ার ও ভারতের কথা যদি চিন্তা করেন, তাহলে এটি বিরাট ব্যাপার ছিল। বিষয়টি একরকম প্রতারণা।’

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও প্রধান কোচ ড্যারেন লেম্যান কড়া সমালোচনা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার। ভারত-অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ সিরিজে সব ধরনের প্রযুক্তি না থাকা নিয়ে এবিসি স্পোর্টসে প্রশ্ন তুলেছেন তিনি।

ক্রিকেট বিশ্বের দুই ধনী বোর্ডের এত টাকা থাকার পরও হটস্পট প্রযুক্তি না থাকা নিয়ে তাঁর কথা ছিল এমন, ‘সিএ–র (ক্রিকেট অস্ট্রেলিয়া) উচিত ছিল হটস্পট প্রযুক্তির জন্য পয়সা খরচ করা। তাহলে তো এই সমস্যা হতো না। আপনার হট স্পট থাকতে হবে, খরচ নিয়ে চিন্তা করলে হবে না। সম্প্রচারক, টিভি ও রেডিও—ওরা যথেষ্ট টাকা খরচ করে সম্প্রচার–স্বত্ব কিনে নিয়েছে। আপনার কাছে সেই টাকা আছে। আপনি বড় দর্শক পাচ্ছেন, বড় দুটি দেশ খেলছে, টাকা দিচ্ছে, তাহলে সমাধান করুন এবং সঠিক সিদ্ধান্তটা নিন।’

Scroll to Top