রাশিয়ার পূর্ব প্রান্তে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল আট দশমিক আট। বুধবার (৩০ জুলাই) ভোরে সংঘটিত এ ভূমিকম্পের প্রভাবে জাপানের হোক্কাইডোতে সুনামি আঘাত করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, জাপান সরকার পরিস্থিতি পর্যালোচনা করছে এবং যেকোনো উদ্ধার তৎপরতায় “মানুষের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার” দেওয়া হবে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত জাপানে ক্ষয়ক্ষতির নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে যেসব এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে, সেসব অঞ্চলের বাসিন্দাদের উঁচু জায়গায় যেতে এবং উপকূল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৩০ সেন্টিমিটার বা এক ফুট উচ্চতার প্রথম সুনামির ঢেউ দেখা গেছে নেমুরো উপকূলবর্তী অঞ্চলে। জাপানের পূর্ব উপকূলের অঞ্চল এটি। এরপর আরও বড় সুনামির ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: ডয়চে ভেলে