রাশিয়ায় ভূমিকম্পের পর জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইদো প্রিফেকচারের উপকূলে সুনামির ঢেউ আছড়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে রাশিয়ার পূর্ব উপকূলে। ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রসহ কয়েক দেশে সুনামির সতর্কতা জারি করা হয়। খবর বিবিসি
জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি জানান, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
তবে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। সর্বশেষ তথ্যে বলা হয়েছে, হোক্কাইদোর উত্তর-পূর্বাঞ্চলের নেমুরো বন্দরে প্রায় ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হেনেছে। অন্য কিছু অঞ্চলেও ৩০ থেকে ৪০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ লক্ষ্য করা গেছে।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, ‘পরিস্থিতি মূল্যায়নের কাজ চলছে।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে মানুষের জীবনকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’
তিনি আরো বলেন, যারা সুনামির ঝুঁকিপূর্ণ এলাকায় আছেন এবং যাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন দ্রুত উঁচু স্থানে চলে যান এবং উপকূলীয় এলাকা থেকে দূরে থাকেন।
রাশিয়ার কমচাটকা উপদ্বীপের উপকূলে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পটির মাত্রা বাড়িয়ে ৮.৮ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। প্রাথমিকভাবে এটির মাত্রা ৮.৭ বলা হলেও পরবর্তীতে তা সংশোধন করে ৮.৮ করা হয়।