রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১, আহত শতাধিক – DesheBideshe

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১, আহত শতাধিক – DesheBideshe

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১, আহত শতাধিক – DesheBideshe

মস্কো, ১৬ আগস্ট – রাশিয়ার রাজধানী মস্কোর বাইরের গানপাউডারের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

শনিবার (১৬ আগস্ট) রুশ কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়, রিয়াজান অঞ্চলের একটি কারখানায় ওই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের এই ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন।

এদিকে স্থানীয় কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দুকের গুলি ও গানপাউডারের কারখানায় ওই বিস্ফোরণ ঘটেছে।

রাশিয়ার জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা বলেছেন, তারা ধ্বংসস্তূপ পরিষ্কার ও আহতদের উদ্ধারে টানা কাজ করে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে দেশটির জরুরি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয় বলেছে, কারখানায় বিস্ফোরণে দুর্ভাগ্যজনভাবে ১১ জন নিহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া ভবন ও ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করেছে এই মন্ত্রণালয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৬ আগস্ট ২০২৫



Scroll to Top