বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে আগামী ৩০ মার্চ মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। এতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এই জুটিকে নিয়ে ভারতে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সিনেমায় ২৮ বছরের রাশমিকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে ৫৯ বছরের সালমানকে। নায়ক-নায়িকার বয়সের এই বিশাল পার্থক্য নিয়েই মূলত তুমুল চর্চা হচ্ছে।
এরই মাঝে সম্প্রতি সালমান খান, আমির খান এবং ‘সিকান্দার’ সিনেমার পরিচালক এ আর মুরুগাদোসের একটি ভিডিও সামনে এসেছে। এতে সিনেমাটি নিয়ে তাদের আলোচনা করতে দেখা যায়। এসময় সালমান রাশমিকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। আমিরের সামনেই রাশমিকার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় ভাইজানকে। আমিরকে সালমান জানান, রাশমিকা তাকে তার যৌবনের দিনগুলির কথা স্মরণ করিয়ে দেন।
সালমান বলেন, ‘সে একজন ভীষণ পরিশ্রমী মেয়ে। আমরা হায়দ্রাবাদে ছিলাম। আমরা সন্ধ্যা ৭টার দিকে শুটিং শুরু করেছিলাম এবং সকাল ৬টা পর্যন্ত সেটা চলেছিল। সে সময় রাশমিকা ‘পুষ্পা ২’র শুটিংও করছিল। সে তখন ‘পুষ্পা’র শুটিং করত, তারপর ফিরে এসে আমাদের সঙ্গেও শুটিং করত। অর্থাৎ, সে বিশ্রামের জন্য যতটুকু সময় পেত, ততটুকু সময়ও এক লোকেশন থেকে অন্য লোকেশনে যাওয়ার জন্য ব্যয় করত। সেটা দেখে আমার যৌবনের দিনগুলোর কথা, বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল।’
এরপর সালমান আমিরের দিকে ঘুরে গিয়ে বলেন, ‘আমরা সবাই আসলে একসময় এমনটা করেছি। ডাবল শিফটে কাজ করেছি।’
প্রসঙ্গত, সম্প্রতি ‘সিকান্দার’-এর ট্রেলার লঞ্চের সময় সালমানের কাছে তার ও রাশমিকার বয়সের পার্থক্য ও লোকজনের করা ট্রোলিং নিয়ে প্রশ্ন করা হয়।
তখন কিছুটা বিরক্ত হয়ে অভিনেতা বলেন, ‘লোকজন আমার আর নায়িকার মধ্যে ৩১ বছর বয়সের ব্যবধান নিয়ে কথা বলতে ব্যস্ত। এখানে নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, তার বাবারও যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনাদের কোথায় সমস্যা ভাই? যখন রাশমিকার বিয়ে হবে এবং তার মেয়ে হবে, তখন আমি তার সঙ্গেও কাজ করব। তার স্বামীর অনুমতি তো পেয়েই যাব।’