রায়ের কপি হাতে আসার পর ইশরাকের শপথ ইস্যুতে সিদ্ধান্ত নেবে ইসি | চ্যানেল আই অনলাইন

রায়ের কপি হাতে আসার পর ইশরাকের শপথ ইস্যুতে সিদ্ধান্ত নেবে ইসি | চ্যানেল আই অনলাইন

আদালতের রায়ের কপি হাতে আসার পর পর্যালোচনা করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ ইস্যুতে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের বক্তব্য শুনে এই আদেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। একইসঙ্গে পর্যবেক্ষণসহ আপিল নিষ্পত্তি করা হয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বুধবার (২৮ মে) ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজের যে আদেশ হাইকোর্ট দিয়েছিলেন, তার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শুরু হয়।

শুনানিতে ইসিকে আদালত বলেন, শপথের মতামতের জন্য কেন আইনমন্ত্রণালয়ে ফাইল পাঠালেন, জুলাইয়ের পরও তো সিস্টেম ঠিক হয়নি। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার দরকার ছিলো, কেন করেননি।

Scroll to Top