স্থানীয় লোকজন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ঘটনা জানান। এ খবর পেয়ে গতকাল রাত সাড়ে ৯টার দিকে রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ জহুরুল ইসলামের নেতৃত্বে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরির সময়ই নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জহুরুল ইসলাম জানান, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে দুজন নিহত হয়েছেন।