জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ‘বিজয় ফিস্ট’ আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনের খাবার খেয়ে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের প্রায় ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে থেকে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
হলের একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, আগেরদিন রাতে রান্না করার ফলে বেশিরভাগ খাবার নষ্ট হয়ে গিয়েছিল। মঙ্গলবার দুপুরে খাওয়া-দাওয়ার পর বিকেল থেকেই তাদের পেটের সমস্যা শুরু হয়। অনেকের খাবারের প্যাকেটে মধ্যে চুল, পোকা, মুরগির অবশিষ্ট অংশ পাওয়া গেছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
হলের আবাসিক শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, দুপুরে খাওয়ার পর থেকেই হলের অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। আমার রুমের দুইজন অসুস্থ। পাশের রুমের একজন অসুস্থ।
হলের আরেক শিক্ষার্থী শাওন বলেন, বিজয় ফিস্ট উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে দেয়া খাবার খাওয়ার পর হলের অধিকাংশ শিক্ষার্থীর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়েছে। খাবার খাওয়ার পর অনেকের পেট ব্যাথা, পেট ফুলে যাওয়া, বমি, মাথা ঘোরানোসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে।
তবে এ বিষয়ে জানতে বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জামিরুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি।
/আরএইচ