আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ইতিহাসের এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তি আজ। ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য হবে আজ। ব্রিটেনকে দীর্ঘ ৭০ বছর ধরে শাসন করে আসা এই রানিকে তাই রাজকীয়ভাবেই জানানো হবে বিদায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশিষ্ট ব্যক্তিরা অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য লন্ডনে সমবেত হচ্ছেন। প্রায় ৫০০ রাষ্ট্র ও সরকারপ্রধান এবং রাজপরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।
রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে লন্ডনে পৌঁছেছেন। তিনি গতকাল রোববার পার্লামেন্টের ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে রানীর কফিনে শ্রদ্ধা জানান।
শেষকৃত্য অনুষ্ঠানে থাকছেন দুই হাজার অতিথি ও চার হাজার সেবক। টেলিভিশনে এ অনুষ্ঠান দেখবে বিশ্বের কোটি কোটি মানুষ।
রানীর কফিনটি হীরা-খচিত মুকুট দিয়ে আবৃত অবস্থায় রাখা হয়েছে। কফিনে শ্রদ্ধা জানানোর জন্য গতকালও হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়েছিল। তীব্র শীতের মধ্যে অনেকে ১৭ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেন।
টেমস নদীর ধারে এবং শহরের দক্ষিণ-পূর্বে সাউথওয়ার্ক পার্কে আট কিলোমিটার দীর্ঘ সারি দেখা গেছে। রাজা চার্লস এবং প্রিন্স উইলিয়াম শনিবার অঘোষিত সফরে লাইনে থাকা লোকদের অভ্যর্থনা জানান এবং তাঁদের সঙ্গে করমর্দন করেন। আজ সকাল পর্যন্ত সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।
৭০ বছর শাসন করা রানী গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মারা যান। তাঁকে স্মরণ করার জন্য যুক্তরাজ্যজুড়ে রোববার সন্ধ্যায় এক মিনিট নীরবতা পালন করা হয়। আজ সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
অন্ত্যেষ্টিক্রিয়া সরাসরি টেলিভিশনে সম্প্র্রচার করা হবে এবং সারাদেশে পার্ক এবং জনসমাগমের স্থানেও প্রদর্শিত হবে। অনুষ্ঠান দেখানো হবে অন্তত ১০০ সিনেমা হলেও।