পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে বাড়ির পাশে একটি ওয়াজ মাহফিলে গিয়েছিলেন আবেদ। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে তাঁর সন্ধান না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন।
এদিকে ধলাই বিলের পাড়ের এক ব্যক্তির মৎস্যখামারের পুকুরে রশি দিয়ে হাত-পা ও গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় একটি লাশ দেখতে পান এলাকার লোকজন। খবর পেয়ে পুলিশ আজ সকাল সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করে। পরে সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন আবেদের স্বজনেরা।