কেউ তাঁকে বলেন, ভারতীয় সিনেমার তারকাদের তারকা। আবার কেউ তাঁকে বলেন, ভারতীয় সিনেমার চার্লি চ্যাপলিন। বলা ভালো, বাবা পৃথ্বিরাজ কাপুরের পর হিন্দি সিনেমায় ইতিহাস তৈরি করেছেন তিনি। আজ রাজ কাপুরের জন্মদিন, জন্মশতবর্ষ। ১৯২৪ সালের আজকের দিনেই পৃথ্বিরাজ ও কাপুর ও রামসরণী দেবী কাপুরের ঘরে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৮ সালে শেষ হয় জীবনযাত্রা। তবু এত বছর বাদেও একই রকম প্রাসঙ্গিক রাজ কাপুর।
চলচ্চিত্র পরিবারে বেড়ে ওঠা রাজ কাপুর মাত্র ১০ বছর বয়সে সিনে দুনিয়ায় পা রাখেন। ১৯৩৫ সালের ‘ইনকিলাব’ ছবির হাত ধরে। ১৯৪৭ সালে মধুবালার বিপরীতে মুখ্য চরিত্রে নজর কাড়েন ‘নীল কমল’ ছবিতে। মাত্র ২৪ বছর বয়সেই তিনি তৈরি করেন নিজের ফিল্ম স্টুডিও, আরকে ফিল্মস।