রাজ্যের মুকুটে বড় পালক, মিলল কেন্দ্রের স্বীকৃতি! দেশের সেরা এবার সাঁওতালডিহি

রাজ্যের মুকুটে বড় পালক, মিলল কেন্দ্রের স্বীকৃতি! দেশের সেরা এবার সাঁওতালডিহি

Last Updated:

সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র হ’ল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পারা অঞ্চলে অবস্থিত একটি বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৫০০ মেগাওয়াট।

* দেশের সেরা সাঁওতালডিহিরাজ্যের মুকুটে বড় পালক, মিলল কেন্দ্রের স্বীকৃতি! দেশের সেরা এবার সাঁওতালডিহি
* দেশের সেরা সাঁওতালডিহি

কলকাতা: ফের বড় পালক যুক্ত হল রাজ্যের মুকুটে। কেন্দ্রের স্বীকৃতি পেল রাজ্য সরকার। কার্যক্ষম দক্ষতার (প্ল্যান্ট লোড ফ্যাক্টর) ভিত্তিতে সম্প্রতি ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ দেশের ২০১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের বার্ষিক র‍্যাঙ্কিং ঘোষণা করেছে। তাতে শীর্ষস্থানে তো বটেই দেশের সেরা দশের মধ্যে বাংলার আরও তিনটি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থান পেয়েছে।  এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, ২০২৪-২৫ সালের জন্য কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রকে দেশের সেরা কর্মক্ষম তাপবিদ্যুৎ কেন্দ্র হিসেবে স্থান দিয়েছে। সর্বভারতীয় তালিকায় প্রথম স্থান রয়েছে ওই বিদ্যুৎকেন্দ্রের। ওই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূমের বক্রেশ্বর কেন্দ্র, চতুর্থস্থানে সাগরদিঘি এবং নবম স্থানে ব্যান্ডেল। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনেও এনটিপিসি, ডিভিসি, আদানি পাওয়ার, টাটা পাওয়ারের মতো সংস্থাগুলিকে ছাপিয়ে শীর্ষে উঠে এসেছে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম। প্রসঙ্গত, মার্চের শেষে আইসিএমআরের প্রকাশিত তালিকা অনুযায়ী পূর্ব ভারতের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে সেরা গবেষণা প্রতিষ্ঠান হিসাবে প্রথম স্থান অর্জন করেছে কলকাতা মেডিক্যাল কলেজ। দ্বিতীয় স্থানে রয়েছে এসএসকেএম। অর্থাৎ সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিরিখে শীর্ষে বাংলার দুই সরকারি মেডিক্যাল কলেজ।

তার কিছুদিন আগেই কেন্দ্রের প্রকাশিত তালিকা অনুযায়ী অসংগঠিত ক্ষেত্রে অতি-ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি উৎপাদন শিল্পে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে বাংলা। এবার বিদ্যুতেও সেরার তকমা এল বাংলায়।

আরও পড়ুন: স্কুলে যেতে পারবেন চাকরি হারানো যোগ্য শিক্ষকরা? ব্রাত্যর জবাবে কাটল না ধোঁয়াশা

ভারত সরকারের এমওপি-র অধীনে কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) দেশের ২০১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের বার্ষিক র‍্যাঙ্কিং ঘোষণা করেছে, যা দক্ষতার ওপর ভিত্তি করে  প্ল্যান্ট লোড ফ্যাক্টরের উপর গণনা করা হয়। বিদ্যুৎ উৎপাদনের নিরিখে দেশের অন্যান্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে টপকে শীর্ষে উঠে এসেছে  সাঁওতালডিহি টিপিএস। ২০২৪-২৫ বর্ষে পিএলএফ (অর্থাৎ মোট উৎপাদন ক্ষমতার মধ্যে গড়ে কতটা ব্যবহার হচ্ছে) , তা হল ৯৪.৩৮ শতাংশ।  সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র হ’ল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পারা অঞ্চলে অবস্থিত একটি বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৫০০ মেগাওয়াট।

Next Article

TMC: বাঙালিয়ানাই হাতিয়ার! রাজনীতির আঙিনায় এবার ‘নববর্ষ’… বিরাট কর্মসূচি তৃণমূলের

Scroll to Top