রাজ্যের নেগেটিভিটি, অবশেষে মুখ খুললেন বাবর আজম

রাজ্যের নেগেটিভিটি, অবশেষে মুখ খুললেন বাবর আজম
রাজ্যের নেগেটিভিটি, অবশেষে মুখ খুললেন বাবর আজম

পাকিস্তান ও পেশোয়ার জালমি অধিনায়ক বাবর আজমকে নিয়ে নেগেটিভ মন্তব্যের ছড়াছড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই, গণমাধ্যমেও বাবর আজমকে নিয়ে রাজ্যের নেগেটিভিটি। এসব নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন তিনি।

লাহোরে এক সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞাসা করা হয় এত এত নেগেটিভিটির মাঝে নিজেকে শান্ত কীভাবে রাখেন। বর্তমান, সাবেক ক্রিকেটারদের মন্তব্য তাকে ছুঁয়ে যায় কিনা।

বাবর উত্তরে বলেন, ‘আপনাকে সবসময় পজিটিভ হতে হবে। এবং অতি আত্মবিশ্বাস না থাকা খুব গুরুত্বপূর্ণ। আমি বিনয়ী থাকার চেষ্টা করি কারণ আমি জানি আমি কোথা থেকে এসেছি। আমি ক্রিকেট ছাড়া সব কিছু ভুলে এগিয়ে যাই। আমি সবার সঙ্গে হেসেই দেখা করি।’

এমনিতে পাকিস্তান দলে শাহীন শাহ আফ্রিদির সঙ্গে খেলেন বাবর আজম। তবে পিএসএলে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম, লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। বাবর বলছেন আফ্রিদির বিপক্ষে খেললে নিজের সেরাটা দেন তিনি।

বাবর আজম বলেন, ‘আমি যখনই শাহীন শাহ আফ্রিদি বা লাহোর কালান্দার্সের বিপক্ষে খেলি আমি আমার সেরাটা দেবার চেষ্টা করি। সবাই জানে সে পাকিস্তানের অন্যতম সেরা বোলার। এবং দিনকে দিন সে ভালো করছে, তার বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং। তবে সেরা বোলারের বিপক্ষে খেলতে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। আমাদের বিপক্ষে লড়াইটা দেখার মত হবে।’

২৮ বছর বয়সী বাবর আজম প্রশংসায় ভাসান পেশোয়ার জালমির ওপেনার মোহাম্মদ হারিসকে। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ওপেন করা ও হারিসের সঙ্গে ওপেন করা প্রসঙ্গে কথা বলেন তিনি।

বাবর বলেন, ‘আমি সবার সঙ্গে খেলাই উপভোগ করি। আপনাকে উপভোগ করতে হবে তবে পারফর্ম ও করতে হবে। দলের প্রয়োজন ও পরিস্থিতি আমলে নিয়ে খেলতে হবে। অনেক সময় এসেছে যেখানে আমি রিজওয়ানের সঙ্গে স্ট্রাগল করেছি, উলটো টাও ঘটেছে।’

‘হারিস তরুণ এবং তার ভিন্ন স্টাইল। সে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরাতে পছন্দ করে। সে আমাদের দারুণ শুরু এনে দেয়, এটা ভালো। তবে তার উন্নতি করা উচিত, সে ৪০ এ যেয়ে আউট হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করব তাকে গাইড করতে, আশা করি ভালো ফল আসবে।’

Scroll to Top