রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন মোদি | চ্যানেল আই অনলাইন

রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন মোদি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঝটিকা সফরে ব্রিটেনে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাক্ষর করা হয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি। এর ফাঁকেই রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও দেখা করেছেন তিনি। দিয়েছেন এক বিশেষ উপহার।

আজ (২৫ জুলাই) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, যুক্তরাজ্যের নরফোকে স্যানড্রিনহাম হাউসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি।

ভারত-ব্রিটেনের মধ্য়ে একাধিক দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে কথা হয় তাদের মধ্যে। আয়ুর্বেদ, যোগাসন ও মিশন লাইফ নিয়েও আলোচনা করেন তারা। এরপরে নরেন্দ্র মোদি কিং চার্লসকে একটি গাছ উপহার দেন।

‘একটি গাছ মায়ের নামে’ শীর্ষক উদ্যোগ শুরু করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। যেখানে তিনি মায়ের নামে গাছ লাগানোর কথা বলেছিলেন। সেই উদ্যোগেরই অংশ হিসেবে ব্রিটেনের রাজাকেও গাছ উপহার দেন মোদি।

উল্লেখ্য, ২০২৩ সালে দুবাইয়ে জলবায়ু সম্মেলনে শেষবার কিং চার্লসের সঙ্গে দেখা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

Scroll to Top