তাঁরাও তো বিএনপি, কেন তাঁদের সঙ্গে বিরোধ—জানতে চাইলে জেলা ছাত্রদল সভাপতি শামীম বলেন, তাঁরাও বিএনপি, ঠিক আছে, কিন্তু তাঁদের সঙ্গে হাইব্রিড বিএনপিও ছিল। তাঁরা আওয়ামী লীগের ঠিকাদার ছিলেন। তিনি বলেন, হামলায় রায়হানুল আহত হয়েছে, কিন্তু তাঁর জানা মতে, অপর পক্ষের কেউ আহত হননি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. যোবায়ের হোসেন বলেন, ‘মারামারির ঘটনা দেখেছি। তবে কী কারণে সেটা ঘটেছে, তা বলতে পারব না।’ নির্ধারিত সময়ের পরও দরপত্র বাক্সে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ রকম তো আমাকে কেউ বলেনি।’
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, দরপত্র ফেলতে বাধা দেওয়া ও হামলার করা হয়েছে জানিয়ে রায়হানুল থানায় একটি অভিযোগ দিয়েছেন। সেটা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।