রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ কায়দায় কবর দেওয়া নুরাল পাগলার মাজারে ভাঙচুরের পর কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা নামধারী একদল মানুষ। এ ঘটনায় মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। তিনি বলেন, এটি একটি বর্বর ইতিহাস রচিত হয়েছে।
শুক্রবার ৫ সেপ্টেম্বর একটি মাহফিলে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
তাহেরী বলেন, একটি বর্বর ইতিহাস রচিত হয়েছে আজকে। আমি দেখেছি, নুরাল পাগলা নামে একজন মানুষ মারা গেছে। যদি তার জীবনে কোনো অন্যায় করে থাকে, শিরিক করে থাকে, যদি ভণ্ডামী করে থাকে বা কোনো ধরনের কুফরি করে থাকে; একদিন বা একমাস করে থাকে, আপনি একজন মুসলমান হিসেবে বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবনাননার আইনে মামলা করে তাকে গ্রেপ্তার করার কথা বলেন। কিন্তু সেই নুরাল পাগলা যখন মারা গেল, কবরের ভেতর থেকে লাঠি দিয়ে আঘাত করে তার লাশ বের করে আনলেন, সেই লাশ নিয়ে আপনারা উল্লাস করেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবির বলে তার লাশকে আপনারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন।
তাহেরী বলেন, আপনারা যারা ষাট বছরের মানুষ আছেন, স্বাধীনতার আগে পরের মানুষ আছেন, তারা কি কখনও দেখেছেন একজন মুসলমানের লাশ করব থেকে তুলে এনে আগুনে পুড়িয়েছে। এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে?