কারা ভিডিও তৈরি করছে
ডিসমিস ল্যাবের গবেষণায় বলা হয়েছে, তাদের কাছে প্রতীয়মান হয়েছে যে এআই দিয়ে ভিডিও তৈরি করে প্রচার সবার আগে শুরু করেছেন জামায়াতে ইসলামীর সমর্থকেরা। গত জুন মাসের মাঝামাঝি সময় থেকে তারা কাজটি শুরু করে। ‘জামায়াত শিবির সাপোর্টার্স’ নামে একটি ফেসবুক পেজে এমন বেশ কিছু ভিডিও পেয়েছে তারা।
ভিডিওগুলোর ওয়াটারমার্ক (জলছাপ) অনুসরণ করে পেজটি পরিচালনাকারীদের খোঁজ পায় ডিসমিস ল্যাব। তাঁরা ডিসমিস ল্যাবকে জানিয়েছেন, এই প্রচার জামায়াতের কেন্দ্রীয় পরিকল্পনার অংশ নয়; বরং দলীয় সমর্থক ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এসব তৈরি করেছেন।
জামায়াতের সমর্থনে বেশ কিছু ভিডিও আসার পর বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য দলের সমর্থকেরাও এআই দিয়ে ভিডিও তৈরি করে প্রচার করতে শুরু করেন। এমনকি কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায়ও আওয়ামী লীগের সমর্থকদের এ ধরনের ভিডিও ছড়াতে দেখা গেছে।
ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার নীতিমালা অনুযায়ী, এআই দিয়ে তৈরি ভিডিওতে উপযুক্ত লেবেল (এআই দিয়ে তৈরি উল্লেখ করে চিহ্ন) থাকার কথা। ডিসমিস ল্যাবের বিশ্লেষণ করা ৭০টি ভিডিওর একটিতেও তা ছিল না। মেটার অ্যালগরিদমও (স্বয়ংক্রিয় যাচাইয়ের ব্যবস্থা) ভিডিওগুলো শনাক্ত করতে পারেনি।
অন্যদিকে টিকটকেরও বেশ কিছু ভিডিও বিশ্লেষণ করেছে ডিসমিস ল্যাব। টিকটকের ২৬টি ভিডিওর মধ্যে ৯ টিতে ছিল না কোনো লেবেল। বাকি ভিডিওগুলোতে কেবল নিচে সাধারণ একটি সতর্কবার্তা দেখা গেছে বলে গবেষণায় উল্লেখ করেছে ডিসমিস ল্যাব।