রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা: রুহুল কবির রিজভী | চ্যানেল আই অনলাইন

রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা: রুহুল কবির রিজভী | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপিকে ভাঙার জন্য এ সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কি না, তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রতিপক্ষ মনে করে না বিএনপি। নিজের অক্ষমতা ঢাকার জন্য কেউ কেউ বিএনপির সমালোচনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।

GOVT

Shoroter Joba

Scroll to Top