জনগণের মতামতের ভিত্তিতে দলের নাম ও প্রতীক নির্ধারণ করবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
আজ (৫ ফেব্রুয়ারি) বুধবার ছাত্র ও তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহ সপ্তাহ ব্যাপী কর্মসূচি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানানো হয়।
নতুন দলের কাছে জনগণের প্রত্যাশা, দলের নাম ও প্রতীক কী হবে তা জানতে ১ লাখ মানুষের মতামত নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চলতি মাসেই নতুন রাজনৈতিক দল গঠিত হবে। এই দল কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা আদর্শের হবে না। জনগণের মতামতের ভিত্তিতে নতুন দল ঘোষণা করা হবে।
এসময় নাগরিক কমিটির আহবায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ৫৪ বছরে রাজনৈতিক দলগুলোও জনগণের যে প্রত্যাশা পূরণ করতে পারেনি, তা পূরণে কাজ করবে নতুন রাজনৈতিক দল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বিপ্লবের আকাঙক্ষা বাস্তবায়নে স্বতন্ত্র ভাবে কার্যক্রম পরিচালনা করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।