রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘনঘন আলোচনা হলে ভাল: মির্জা ফখরুল

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘনঘন আলোচনা হলে ভাল: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও ঘনঘন আলোচনা হলে ভাল হতো।

বুধবার (২৩ জুলাই) এক বৈঠকে মির্জা ফখরুল বলেন, প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে, ফ্যাসিবাদি শক্তির আবার উত্থানের চেষ্টা করছে। তাই গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হয়েছে গতকাল ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে।

বিএনপি মহাসচিব আরও বলেন, নির্বাচন নিয়ে কথা হয়েছে। সুনির্দিষ্ট ঘোষণা আসবে তাড়াতাড়ি। অপশক্তির অপচেষ্টা কখনও সফল হবে না। জনগণ তা প্রতিহত করবে। অতিদ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা আসবে।

Scroll to Top