রাজনীতি করেছে বলে সাকিব-মাশরাফী খুনি? | চ্যানেল আই অনলাইন

রাজনীতি করেছে বলে সাকিব-মাশরাফী খুনি? | চ্যানেল আই অনলাইন

পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের পরও টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ দেশের মাটিতে খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তাকে দলেও রেখেছিল বিসিবি। আসন্ন সাউথ আফ্রিকা টেস্টে খেলতে দেশের উদ্দেশে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে দুবাই পর্যন্ত এসে ফিরে যেতে হয়েছে মহাতারকা অলরাউন্ডারকে। সাকিব মিরপুরে বিদায়ী টেস্ট খেলতে আসতে না পারায় ক্ষুব্ধ কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফী ও সাকিব। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চুপ ছিলেন দুজনেই। শেখ হাসিনা সরকার পতনের পর দুজনেই রোষানলে পড়েছেন আন্দোলনকারীদের। হত্যা মামলা করা হয়েছে সাকিবের বিরুদ্ধে, মাশরাফীর বিরুদ্ধেও মামলা হয়েছে।

GOVT

সাকিবের দেশে ফেরা ঠেকাতে বেশ কয়েকদিন ধরেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নানা কর্মসূচি পালন করে আসছিলেন একটি গোষ্ঠী। মাশরাফীকে আসন্ন বিপিএলে খেলতে না দেয়ার দাবিও এসেছে। সেইসঙ্গে সামাজিক মাধ্যমেও সোচ্চার অনেকে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন সাকিবের মেন্টর হিসেবে খ্যাত সালাউদ্দিন। সেখানে মাশরাফী বিন মোর্ত্তজা ও তামিম ইকবালের নামও টেনেছেন তিনি।

বলেছেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনই এত রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন লাগছে, আমরা মানুষ কি কখনও নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে, দয়ামায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে।’

‘একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেটবিশ্ব আমাদের একটু সন্মান করে কাদের জন্য? তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না। রাজনীতি করেছে বলে এরা খুনি? এদের সাথে মিশেছেন? এরা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে, জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করিয়েছে, সেটা কি জানেন?’

‘তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু। যখন মাশরাফি ৫টা অপারেশন করে দেশের জন্য লড়াই করেছে, তা কি দেখেছেন? সাকিব যে আঙুলে চিড় নিয়ে বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে, কাদের জন্য? দেশকে সবাই কম-বেশি ভালোবাসে। এদের ভালোবাসাটা হয়তো দেখা যায়ও না। এদেরকে কাছ থেকে দেখেছি। এরা মানুষের উপকার ছাড়া কারও ক্ষতি করেনি, এরা খুনি না।’

‘খুব কষ্ট পাচ্ছি মাঠ থেকে এদের বিদায় দেখতে পাব না। মানুষকে মাফ করুন। আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দিবেন। আমরা সবাই কম-বেশি অপরাধী, সম্মান কাউকে দিলে আপনিও সন্মানিত হবেন।’

Chokroanimation

Scroll to Top