রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার | বাংলাদেশ

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার | বাংলাদেশ

<![CDATA[

রাজধানীর শ্যামপুর থানার জুরাইন মুন্সিবাড়ী এলাকার একটি বাসা থেকে মোছা. জান্নাতুন নেসা (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নিজ কক্ষ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, জান্নাতুন নেসা চাঁদপুর সদরের উত্তর উসুলী গ্রামের মো. চান মিয়ার মেয়ে। তার চার বছরের এক মেয়ে রয়েছে।

শ্যামপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে জুরাইন মুন্সিবাড়ীর ওই বাসার দোতলা থেকে গৃহবধূকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গোলাপবাগে ঘরে ঝুলছিল অপরাজিতার মরদেহ

গৃহবধূর স্বজনদের বরাত দিয়ে এসআই জানান, নিহতের স্বামী কাতারপ্রবাসী জাহিদের মা-বাবার সঙ্গে মুন্সিবাড়ীর ওই বাসায় থাকতেন জান্নাতুন নেসা। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানিয়েছেন তিনি।

]]>

Scroll to Top