রাঙ্গুয়াই আমের বিক্রি কম, হতাশ চাষিরা

রাঙ্গুয়াই আমের বিক্রি কম, হতাশ চাষিরা

খাগড়াছড়ি সদরের গোমরাঘাট এলাকার নিখিল চাকমার রয়েছে ১২৩টি রাঙ্গুয়াই আমগাছ। তিনি বলেছেন, ৫-১০ টাকা কেজিতে আম বিক্রি করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। মুকুল আসার পর বাগানের পেছনে যে খরচ হয়েছে, তা–ও তোলা যায়নি।

সম্প্রতি খাগড়াছড়ি বাজারে কথা হয় কমলছড়ি এলাকা থেকে আম বিক্রি করতে আসা কমলিকা চাকমার সঙ্গে। নিজের বাগান থেকে ৫০ কেজি আম বিক্রি করতে নিয়ে আসেন তিনি। কমলিকা বলেন, ৫০ কেজি আমের দাম উঠেছে ৪০০ টাকা। অথচ বাজারে আসতেই খরচ হয়েছে ৭০ টাকা।

খাগড়াছড়ি বাজারে মৌসুমি ফলের ব্যবসা রয়েছে রহমত আলীর। তিনি বলেন, খাগড়াছড়িতে এখন নানা বিদেশি জাতের আমের চাষাবাদ হচ্ছে। এসব আমের কারণে রাঙ্গুয়াই আমের কদর কমেছে। একসময় রাঙ্গুয়াই আমের অনেক চাহিদা ছিল। তবে এই আম একটু আঁশযুক্ত হওয়ায় এখন অনেকে খেতে চান না।

Scroll to Top