Last Updated:
Hardik Pandya- দলের অন্যতম তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া কলকাতার রসগোল্লা খেতে চাইলেন।
কলকাতা: শহরে এসেছেন আর রসগোল্লা খেয়ে দেখেননি, এরকম ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল! সেলিব্রেটি থেকে আমজনতা, কলকাতা মানে রসগোল্লা প্রেম। এবার ভারতীয় ক্রিকেট দলেও রসগোল্লা প্রেম জাগ্রত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে এসে কলকাতার রসগোল্লা খাওয়ার আবদার করলেন ভারতীয় দলের সুপারস্টার।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে কলকাতায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের আগে চলছে প্রস্তুতি শিবির। অস্ট্রেলিয়ায় খারাপ পারফরম্যান্সের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে ১০ দফা ফতোয়া জারি করা হয়েছে বলে খবর।
ইতিমধ্যেই সেই নির্দেশিকা সিএবিতে এসে পৌঁছেছে। সেইমতো ভারতীয় ক্রিকেট দলের জন্য কোন রকম বাড়তি সুবিধা রাখা হচ্ছে না সিএবির পক্ষ থেকে। একটা টিম বাস করেই গোটা দল ইডেনে অনুশীলন করতে আসছে। কোনওরকম বাড়তি গাড়ি নেই। সম্পূর্ণ ভারতীয় দল ঘন্টা তিনেক অনুশীলন করছে প্রত্যেকদিন।
আরও পড়ুন- জঙ্গলে ঘেরা অপূর্ব এই ‘স্পট’ একেবারে মনের মতো! কলকাতার কাছেই জমে যাবে পিকনিক!
ভারতীয় দলের অনুশীলন দেখলেই স্পষ্ট, বোর্ডের ফতোয়ার পর ক্রিকেটারদের মধ্যে দায়বদ্ধতা আরও বেড়েছে। অনুশীলনে বাড়তি ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটার। সিরিজ নিয়ে ফোকাস গোটা দল। তাই দিন দুয়েক হোটেলে থাকলেও কোন ক্রিকেটারই ব্যক্তিগত কোনও কাজে হোটেল থেকে বেরোচ্ছেন না।
বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ক্রিকেটার ব্যক্তিগত বিজ্ঞাপন শুটিং বা বাণিজ্যিক কোনও কাজ সফরের মাঝখানে করতে পারবেন না। এমনকী হোটেল থেকে বেরোনোর জন্য অনুমতি প্রয়োজন। কঠোর প্রটোকলের মধ্যে তাই কোনও ক্রিকেটারই কোথাও বেরোচ্ছেন না। হোটেল আর প্র্যাকটিস, এটাই টিম ইন্ডিয়ার রুটিন।
তবে এর মধ্যে কলকাতায় এসে কলকাতার স্পেশাল জিনিসের প্রতি আগ্রহ থাকবে না তাই কি কখনো হতে পারে? কলকাতা স্পেশাল মানেই কলকাতার রসগোল্লা। অতীতেও ভারতীয় দল কলকাতায় আসলে কলকাতার রসগোল্লা চেখে দেখেছেন বিভিন্ন সময়। এবারও কড়া প্রটোকলের মধ্যেই রসগোল্লা প্রীতি ভারতীয় ক্রিকেট দলের মধ্যে।
আরও পড়ুন- আসছে ২৩ জানুয়ারি…! নেতাজির ব্যবহৃত চেয়ার তাম্রলিপ্ত পৌরসভায় সযত্নে রাখা
দলের অন্যতম তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া কলকাতার রসগোল্লা খেতে চাইলেন। দলের দায়িত্বে থাকা সিকিউরিটির মাধ্যমে স্থানীয় ম্যানেজারের কাছে এই বার্তা এসে পৌঁছয়। হার্দিক ছাড়াও দলের দু একজন সাপোর্ট স্টাফ রসগোল্লা খাওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন বলে খবর।
বাইপাসের ধারে যে টিম হোটেলে ভারতীয় দল রয়েছে সেখানে রসগোল্লার ব্যবস্থা করা গেলেও সূত্রের খবর, স্থানীয় ম্যানেজারের উদ্যোগে ধর্মতলার বিখ্যাত এক মিষ্টি প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে হার্দিকের জন্য রসগোল্লা নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। হার্দিক ছাড়াও যদি অন্য কোনও ক্রিকেটার রসগোল্লা খেতে চান, তার জন্য পর্যাপ্ত পরিমাণে রসগোল্লা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে অনুশীলনের দ্বিতীয় দিন হার্দিক পান্ডিয়া ইডেনের জিমে বেশ কিছুক্ষণ গা ঘামান। নেটেও সময় কাটান।
Kolkata,West Bengal
January 21, 2025 12:14 AM IST
Virat Kohli: ১৩ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট, বোর্ডের ফতোয়া মেনে মাঠে নামছেন দিল্লির হয়ে!