দুই যুগ আগে রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মোহাম্মদ তাজউদ্দিনসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। একইসাথে ৯ আসামিকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আদালত বলেছেন, কাপুরুষোচিত হামলার মাধ্যমে ঘৃণ্যতম হত্যাকান্ডের ঘটনা ঘটানো হয়েছে। এটা সংস্কৃতির উপর আঘাত বলে পর্যবেক্ষণ দেন আদালত।