ঢাকা, ০২ জানুয়ারী – রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা কানাডার বাৎসরিক সাধারণ সভা গত ৭ই ডিসেম্বর, ২০২৪ রবিবার বাংলাদেশ সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংস্থার নতুন পরিচালনা পরিষদ ও কার্যকরী পরিষদ গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন সংস্থার প্রবীণ সদস্য আজিজুল মালিক। সভার শুরুতে সংস্থার সভাপতি চিত্রা সরকার সকলকে স্বাগত জানান এবং সদ্যপ্রয়াত সংস্থার প্রাক্তন সদস্য বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী নাদিরা ওমরকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংস্থার সাধারণ সম্পাদক নবীউল হক বাবলু বার্ষিক কার্যবিবরণী এবং সহ-সভাপতি জিবিনা সঞ্চিতা হক বার্ষিক হিসাব নিকাশ তুলে ধরেন।
নতুন কমিটি:
- পরিচালনা পরিষদ: আজিজুল মালিক (চেয়ারম্যান), রাশিদা মুনির, সুভাষ দাশ, ড. রাখাল সরকার এবং জামিল বিন খলিল।
- কার্যকরী পরিষদ: চিত্রা সরকার (সভাপতি), জিবিনা সঞ্চিতা হক (সহ-সভাপতি), নাহিদ কবির কাকলি (সহ-সভাপতি), নবীউল হক বাবলু (সাধারণ সম্পাদক), হাবিব আহমেদ (সহ-সাধারণ সম্পাদক) এবং আরিয়ান হক (অনুষ্ঠান সমন্বয়কারী)।
সভার শেষে আজিজুল মালিক সকলকে ধন্যবাদ জানিয়ে বাৎসরিক সভার সমাপ্তি ঘোষণা করেন।