রক সংগীতে নবজাগরণ, খাঁচা ভাঙলো ‘রকসল্ট’! | চ্যানেল আই অনলাইন

রক সংগীতে নবজাগরণ, খাঁচা ভাঙলো ‘রকসল্ট’! | চ্যানেল আই অনলাইন

ঢাকায় জমকালো আয়োজনে শেষ হলো বাংলাদেশের প্রথম রক মিউজিক রিয়েলিটি শো ‘দ্য কেজ’। চূড়ান্ত পর্বে দুর্দান্ত পরিবেশনার মধ্য দিয়ে ‘রকসল্ট’ ব্যান্ড বিজয়ী হয়। দ্য ডেইলি স্টার-এর সহ-আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে তরুণদের মধ্যে সৃষ্টি হয় উন্মাদনা, যা অনেকটাই নতুন করে জাগিয়ে তুলেছে দেশের রক সংগীতের প্রতি আগ্রহ।

চূড়ান্ত পর্বে অংশ নেয় নাইন, ইডেনস গার্ডেন, কার্নেশিয়া, ডোপামিন, ডাস্ক এন ডাউন এবং রকসল্ট। প্রত্যেক ব্যান্ড পরিবেশন করে তাদের মৌলিক গান ও জনপ্রিয় কাভার।

বিশেষভাবে নজর কাড়ে কার্নেশিয়ার ‘দ্বিতীয় সত্তা’, ‘ডোপামিন’ এর অনলাইন বুলিংবিরোধী ইংরেজি গান ‘গুড জব’। ‘রকসল্ট’ তাদের গান ‘নিষ্পত্তি’-এর মাধ্যমে দর্শকদের উচ্ছ্বসিত করে তোলে। ব্যান্ডের মসৃণ সমন্বয় ও মঞ্চ দখলের দক্ষতা তাদের আলাদা করে তোলে।

বিচারক প্যানেলে ছিলেন দেশের চার সংগীত তারকা। ওয়ারফেজ-এর পলাশ নূর, বাঙ্গু বিবি’র তাসফিয়া ফাতিমা তাশফি, আরবোভাইরাস-এর আসিফ আসগর রঞ্জন, ও এভয়েডরাফার রায়েফ আল হাসান রাফা। পুরো মৌসুম জুড়ে তারা দলগুলোকে শুধু বিচার করেননি, দিয়েছেন দিকনির্দেশনা আর সাহস।

চূড়ান্ত ঘোষণায় রকসল্ট-এর বিজয় নিশ্চিত হলে হলজুড়ে আনন্দে ফেটে পড়ে শ্রোতারা। উপস্থিত অতিথিরা বলেন, ‘দ্য কেজ’ দেখিয়ে দিল—বাংলাদেশের রক সংগীতের ভবিষ্যৎ এখনো আগুনঝরা, সাহসী ও আপসহীন।

‘দ্য কেজ’ জয়ের পর বাপ্পা মজুমদার থেকে ব্যান্ড ওয়ারফেজ- সকলেই ‘রকসল্ট’-কে অভিনন্দন জানাচ্ছেন। যাতে বেশ উচ্ছ্বসিত তরুণদের এই ব্যান্ডের সদস্যরা।

অফিশিয়াল ফেসবুক পোস্টে রকসল্ট লিখেছে,“আমরা বিশ্বাস করি খুব শিগগিরই ‘দ্য কেজ’ সিজন ১-এর গ্র্যান্ড ফিনালের পর্বগুলো অনলাইনে প্রকাশিত হবে! আর সেগুলো প্রকাশ পেলে, আপনাদের প্রত্যেকেই দেখতে পারবেন আমাদের সেই লাইভ পারফরম্যান্সগুলো। প্রতিটি ব্যান্ডের পরিবেশনা অবশ্যই দেখবেন—দেখলেই বুঝবেন গায়ে কাঁটা দেওয়া মুহূর্তগুলো আর মাত্র দুই মাসেই কী অবিশ্বাস্য রূপান্তর ঘটেছিল আমাদের মধ্যে।”

“আপনারা আমাদের ভালোবাসুন বা ঘৃণা করুন—সত্যি বলতে গেলে, তাতে কিছু আসে যায় না। কারণ, আমরা আপনাদের সবাইকে নিখাদ ভালোবাসি, হৃদয়ের গভীর থেকে। আর শেষে শুধু একটাই কথা…আমরাই ভেঙেছি কেজ।” বলছিলো রকসল্ট।

Scroll to Top