আসরটা হতশ্রী কাটছে সিলেট স্ট্রাইকার্সের। ষষ্ঠ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছিল সুরমা পাড়ের দলটি। নিজেদের সবশেষ ম্যাচে ঢাকাকে হারিয়েছিল তারা। তবে সপ্তম ম্যাচে এসে ফের হারের বৃত্তে প্রবেশ করলো সিলেট। রংপুর রাইডার্সের কাছে হেরেছে ৭৭ রানে।
শনিবার সিলেট পর্বের শেষ ম্যাচে টসে জিতে রংপুরকে ব্যাটে পাঠায় সিলেট। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট ১৬২ রানের সংগ্রহ গড়ে রংপুর। জবাবে নেমে ১৬.৫ ওভারে ৮৫ রানে গুটিয়ে যায় সিলেটের ইনিংস। আসরে এ নিয়ে চতুর্থ জয় পেল রংপুর। আর ষষ্ঠ হার দেখল সিলেট।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। ৭ রানে ওপেনার ব্রেন্ডন কিংকে হারায় তারা। এরপর নবম ওভারে জোড়া উইকেট তুলে নেন হ্যারি টেক্টর। ২১ বলে ১৪ রান করে ফিরেন ফজলে মাহমুদ, আর গোল্ডেন ডাক মেরে ফিরে যান সাকিব আল হাসান।
চতুর্থ উইকেট জুটিতে বাবর আজম ও নুরুল হাসান মিলে তোলেন ৩০ রান। ১২.১ ওভারে বাবর ফিরে যান ৩৭ বলে ৪৭ রান করে। ১৮.৩ ওভারে সোহান ফিরে যান দলীয় ১৪৬ রানে। ৩০ বলে ৪৬ রান করেন রংপুর অধিনায়ক। পরে ১৬২ রানে থামে রংপুরের ইনিংস।
সিলেটের হয়ে হ্যারি টেক্টর ও সামিত প্যাটেল নেন দুটি করে উইকেট। এছাড়া রিচার্ড এনগারাভা ও আরিফুল হক নেন একটি করে।
জবাবে নেমে রংপুরের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সিলেট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল দুই ব্যাটার। বাকীদের সবাই হয়েছেন ব্যর্থ।
৩২ বলে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন রায়ান বার্ল। আর দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান এসেছে সামিত প্যাটেলের ব্যাট থেকে। এরজন্য সামিত অবশ্য খেলেছেন ২০ বল।
রংপুরের হয়ে শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ নবী নিয়েছেন তিনটি করে উইকেট। সাকিব নিয়েছেন দুটি। এছাড়া হাসান মাহমুদ ও আজমতউল্লাহ ওমজাই নিয়েছেন একটি করে উইকেট।