রংপুরকে কেবল ১২১ লক্ষ্য দিতে পারল মাশরাফীর সিলেট | চ্যানেল আই অনলাইন

রংপুরকে কেবল ১২১ লক্ষ্য দিতে পারল মাশরাফীর সিলেট | চ্যানেল আই অনলাইন
রংপুরকে কেবল ১২১ লক্ষ্য দিতে পারল মাশরাফীর সিলেট | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

বিপিএলের দশম আসরে শুরুটা ভালো হয়নি সিলেট স্ট্রাইকার্সের। প্রথম ম্যাচে ১৭৭ রান করেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হার। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতেই ভালো করতে পারেনি সুরমাপাড়ের দলটি। টপঅর্ডারের ব্যর্থতার পর বেনি হাওয়েল ও বেন কাটিংয়ের অনবদ্য ব্যাটিংয়ে রংপুরকে কেবল ১২১ রানের লক্ষ্য দিয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিলেটকে ব্যাটে পাঠান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১২০ রানের সংগ্রহ গড়ে দলটি।

ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। ৩৯ রানেই ৫ ব্যাটারকে হারায় তারা। পরে হাল ধরেন বেনি হাওয়েল ও বেন কাটিং। ৬৮ রানের জুটি গড়েন। ১৭.৪ ওভারে দলীয় ১০৭ রানে কাটিং ফিরে যান ৩১ বলে ৩১ রান করে।

ফিফটি পূর্ণ করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরে যান বেনি হাওয়েলও। ১৯.৩ ওভারে দলীয় ১১৭ রানে রিপন মন্ডলকে উড়িয়ে মারতে গিয়ে লংঅফে ধরা পড়েন ব্র‌েন্ডন কিংয়ের হাতে। পরে ১২০ রানে থামে রংপুরের ইনিংস।

রংপুরের হয়ে শেখ মেহেদী হাসান ও রিপন মন্ডল নেন দুটি করে উইকেট। মোহাম্মদ নবী ও হাসান মুরাদ নেন একটি করে উইকেট।

Scroll to Top