একটা সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মুখের কথা। কেবল কথা দিয়েই আপনি অনেক বড় সমস্যার সমাধান করতে পারেন। আবার এই কথার মাধ্যমেই আপনি সম্পর্কের বারোটা বাজিয়ে দিতে পারেন। চট করে জেনে নেওয়া যাক, কী সেই পাঁচটি কথা, যেসব আমরা বলে ফেলি আর তার প্রভাবে নিজের অজান্তেই সম্পর্কে দূরত্ব কিংবা ফাটল তৈরি হয়।
