ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে চলেছে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ। আগের বিশ্বকাপের মতো এবারও অংশ নেবে ২০ দেশ। ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে ১৫ দল। প্রথমবার ফুটবল বিশ্ব মাতানো দুদেশ ইতালি ও নেদারল্যান্ডস জায়গা করে নিয়েছে এবারের আসরে।
২০২১ সালে আয়োজক স্বত্ব পাওয়ার পরই স্বাগতিক হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করে ভারত ও শ্রীলঙ্কা। এছাড়া বিশ্বকাপ বাছাইয়ে কাজ করেছে গত বিশ্বকাপে দলগুলোর পারফরম্যান্স। গত আসরে যারা সুপার এইটে উঠেছিল ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে তারা। সে তালিকা থেকে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের জায়গা আগেই নিশ্চিত হয়ে যায়। যেখানে স্বাগতিক ভারতকে রাখা হয়েছিল সুপার এইটের বাইরে।
তবে সহ-আয়োজক শ্রীলঙ্কা ২০২৪ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে। কিন্তু বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ায় ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা হয় শ্রীলঙ্কার। এছাড়া টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপের সুযোগ পায় আরও তিনটি দেশ- পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
আমেরিকান অঞ্চলের বাছাইপর্ব খেলে সবার আগে ১৩তম দেশ হিসেবে টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট পায় কানাডা। পরে বাছাইপর্ব পেরিয়ে ইউরোপের দুটি, আফ্রিকা অঞ্চলের দুটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি দল বিশ্বকাপে খেলবে। ইউরোপ অঞ্চল থেকে ইতালি ও নেদারল্যান্ডস নিশ্চিত করলেও বাকি দুই অঞ্চলের মূল বাছাইপর্বের খেলা শুরু হয়নি।
এক নজরে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের জায়গা পাওয়া ১৫ দল
ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র ও কানাডা ।