যে শর্তে ফেব্রুয়ারিতে নির্বাচনে প্রস্তুত এনসিপি | চ্যানেল আই অনলাইন

যে শর্তে ফেব্রুয়ারিতে নির্বাচনে প্রস্তুত এনসিপি | চ্যানেল আই অনলাইন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণের জন্য জুলাই সনদ বাস্তবায়নসহ কিছু শর্ত জুড়ে দিয়েছেন। তিনি বলেন, জুলাই সনদের আইনি প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হলে, এনসিপি নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা জুলাই সনদের আইনি ভিত্তিতে গণপরিষদ নির্বাচন ও আইনসভা একই সাথে চাইছি।

মঙ্গলবার ২৬ আগস্ট রাতে চীন সফরে যাওয়ার সময় বিমান বন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাহিদ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি যত তাড়াতাড়ি দেওয়া যাবে, নির্বাচনের পথে আমরা তত দ্রুত এগোব। যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি সম্পন্ন হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো উদ্যোগ আমরা দেখছি না। সে জায়গা থেকে আমরা বলেছি, সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে গেলে তা প্রশ্নবিদ্ধ হবে। ফলে যত দ্রুত আমরা জুলাই সনদের বিষয়টি সুরাহা করতে পারব, তত দ্রুত আমরা নির্বাচনের দিকে যেতে পারব।

Scroll to Top