ইংলিশ প্রিমিয়ার লিগের প্রাক-মৌসুমে এশিয়া সফরে নিজেদেরে ঝালিয়ে নিচ্ছে লিভারপুল। হংকংয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল এসি মিলানের সঙ্গে প্রথম ম্যাচে ৪-২ গোলে হেরে যায়। বুধবার অলরেডরা খেলতে নামবে জাপানের ক্লাব ইউকোহোমার বিপক্ষে। তবে ম্যাচটিতে থাকছেন না লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসেন বেকার। মঙ্গলবারের অনুশীলনে দেখা যায়নি তাকে।
গণমাধ্যমে খবর, ব্যক্তিগত কারণেই ক্যাম্প শেষ হওয়ার আগেই জাপান ছাড়ার ছাড়পত্র পেয়েছেন বেকার। তিনি লিভারপুলের হয়ে গত মৌসুমে খেলেছেন ৩৫ ম্যাচ।
অ্যালিসেন বেকার জাপানের নিশান স্টেডিয়ামে লিভারপুলের শেষ ম্যাচে মাঠে থাকবেন না। বেকারের বিপরীতে জর্জি মামারদেসভালিকে দেখা যেতে পারে লিভারপুলের গোলপোস্টে। তবে বেকারের অনুপস্থিতি নিয়ে ক্লাব ও বেকার কেউই কোনো মন্তব্য করেননি।
প্রাক-মৌসুম শেষ করে ১০ আগস্ট কমিউনিটি শিল্ডের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখী হবে লিভারপুল। আগামী মৌসুমে আরও শক্তিশালী রূপে ফিরতে অলরেডরা এক ঝাঁক নতুন তারকা দলে নিয়েছে।