যে কারণে হুমায়ূন আহমেদ ও মান্নাকে ‘ওমর’ উৎসর্গ | চ্যানেল আই অনলাইন

যে কারণে হুমায়ূন আহমেদ ও মান্নাকে ‘ওমর’ উৎসর্গ | চ্যানেল আই অনলাইন
Channelionline.nagad-15.03.24

ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘ওমর’ উৎসর্গ করা হলো কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও চিত্রনায়ক মান্নাকে

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবি ‘ওমর’ উৎসর্গ করা হয়েছে প্রয়াত দুই গুণী জনকে। তারা হলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং প্রয়াত চিত্রনায়ক ও প্রযোজক আসলাম তালুকদার মান্না।

Channeliadds-BkashUpdate.jpg

‘ওমর’র প্রকাশিত পোস্টারে বিষয়টি জানিয়ে পরিচালক বলেন, মূলত প্রয়াত এই মানুষদের সম্মান জানাতে এই উদ্যোগ নেয়া।

মোস্তফা কামাল রাজ বলেন, হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখক। ওনার লেখা এবং কাজ আমাকে অনেক উৎসাহ দিয়েছে। মান্না আমার অনেক প্রিয়। এমনকি আমার সিনেমার নায়ক শরিফুল রাজেরও প্রিয়। এ কারণে ‘ওমর’ তাদের উৎসর্গ করেছি।

টুইস্ট রেখে পরিচালক রাজ বলেন, কেন এই দুজন ব্যক্তি প্রিয় জানতে হলে সিনেমা হলে গিয়ে দেখতে হবে ‘ওমর’।

‘ওমর’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। আরও আছেন নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, তানভীর, নাফিজ আহমেদ।

বিশেষ এক চরিত্রে আছেন কলকাতার দর্শনা বণিক। সিদ্দিকুর রহমানের চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছে মাস্টার কমিউনিকেশন।

কদিন আগে ওমরের ‘এক ঝলক’ প্রকাশিত হয়েছে। পরে পাওয়া গেছে জনি হকের লেখা দর্শনা বণিকের একটি জমকালো গানের কয়েক সেকেন্ডের রিলস। যা নজড় কাড়তে সক্ষম হয়েছে।

এছাড়া প্রকাশিত টিজারে আরফিন রুমির গানের দুলাইনের সঙ্গে রহস্য, খুন আর সাসপেন্স পাওয়া গেছে। পাশাপাশি টিজারের দৃশ্যের সঙ্গে বিজিএম-ও অন্যরকম লেগেছে। প্রকাশিত একঝলক দেখে ইতিবাচক মন্তব্য করতে শুরু করেছেন নেটিজেনরা।

Scroll to Top