যে কারণে স্থগিত বার্সার ম্যাচ | চ্যানেল আই অনলাইন

যে কারণে স্থগিত বার্সার ম্যাচ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বার্সেলোনার মূল দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুতে ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচটি স্থগিত করা হয়েছে। ম্যাচ শুরুর ২০ মিনিট আগে এমন দুঃসংবাদ পায় বার্সা। ম্যাচটি ভিন্ন তারিখে আয়োজন করা হবে, জানিয়েছে লা লিগার ক্লাবটি।

অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত ২টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, শনিবার (স্থানীয় সময়) সন্ধ্যায় আমাদের প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মারা গেছেন। দুঃখজনক ঘটনার কারণে ওসাসুনার বিপক্ষে ম্যাচ স্থগিত করা হয়েছে। পরে ম্যাচের নতুন সূচি নির্ধারণ করা হবে। এই কঠিন সময়ে ক্লাব বোর্ড, খেলোয়াড় ও স্টাফরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

৫৩ বর্ষী মিনারো গার্সিয়া ২০১৭ সাল থেকে কাতালুনিয়ান ক্লাবটির সঙ্গে যুক্ত ছিলেন। মূল দলের দায়িত্ব নেন গত গ্রীষ্মে, এর আগে কাজ করেছেন ক্লাবটির ফুটসাল দলে।

খেলোয়াড়রা যখন অলিম্পিক স্টেডিয়ামে পৌঁছান, তখনই খবরটি জানতে পারেন। ম্যাচ স্থগিতের বিষয়ে পুরো দল একমত হয়। এরপর বার্সেলোনা কর্তৃপক্ষ লা লিগার সঙ্গে যোগাযোগ করলে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত আসে দ্রুতই। এখনো ম্যাচের নতুন তারিখ ঘোষণা করা হয়নি।

২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দুইয়ে। তিনে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪।

Scroll to Top