সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের স্কোয়াডে আছেন সৌম্য সরকার। প্রথম দুই টি-টুয়েন্টিতে একাদশে ছিলেন না টাইগার তারকা। বর্ধিত হওয়া তৃতীয় টি-টুয়েন্টির একাদশেও নেই তার নাম। মূলত চোটের কারণে আমিরাতের বিপক্ষে কোন ম্যাচে নামানো হয়নি তারকা ওপেনারকে।
বুধবার শারজায় তৃতীয় ও শেষ টি-টুয়েন্টির টসের পর সৌম্যকে না খেলানোর কারণ জানিয়েছে বিসিবি। বলেছে, পিঠের সমস্যায় ভোগার কারণে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টির একাদশেও নাম নেই সৌম্যর।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান সৌম্যর চোটের হালনাগাদ জানিয়ে বলেছেন, ‘সৌম্য সরকার গত ৭ দিন ধরে পিঠের ব্যথায় ভুগছেন, বিশেষ করে ডান দিকে। চলতি ব্যবস্থাপনা এবং পুনর্বাসন সত্ত্বেও, তার পুনরুদ্ধার ধীরগতিতে এগিয়ে চলেছে।’
‘সপ্তাহ ধরে ব্যাপক মূল্যায়নের পরও তিনি সিরিজের তৃতীয় ম্যাচে খেলার জন্য অনুপযুক্ত রয়েছেন। প্রতিযোগিতামূলক খেলায় ফিরে আসার আগে তার সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য আরও সময় প্রয়োজন।’