২৫ বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার রাষ্ট্রক্ষমতায় আছেন ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন। এই সময় জুড়ে বিশ্ব ক্ষমতার অন্যতম প্রধান শক্তি হিসেবে অবস্থান করছে রাশিয়া। এর ভেতর মার্কিন মুল্লুকে এসেছেন ৫ রাষ্ট্রপ্রধান। বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। প্রায় প্রত্যেক রাষ্ট্রপ্রধানের সাথেই বৈঠকে বসেন রাশিয়ার এই রাষ্ট্রপ্রধান। তবে প্রতিবারই সম্পর্কের শুরুতে উষ্ণতা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই শেষ পর্যন্ত অটুট থাকে না এই সম্পর্ক।
