বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের ভিত্তিতে যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করেছে বিএনপি, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, নির্বাচনের পর আন্দোলনরত দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। দেশে সহিংসতা বন্ধ করার জন্য নিরপেক্ষে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল অভিযোগ করেন, হামলা করছে ক্ষমতাসীনরা। অথচ মামলা দিচ্ছে বিএনপি নেতাকর্মীদের নামে। পুলিশ বিএনপির প্রতিপক্ষ নয়। কিন্তু সরকার পুলিশকে ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করছে। আন্দোলন ও নির্বাচন নিয়ে জাতীয় পার্টির সঙ্গে বিশেষ কোনো আলোচনা করা হয়নি বলেও জানিয়েছেন বিএনপির এ নেতা।
/এমএন