বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন যুক্তরাষ্ট্র সফর করছেন। গতকাল শনিবার সরকারি এ সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন।
আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (সহকারী পরিচালক) আয়েশা সিদ্দিকার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।
এতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ১৭ থেকে ১৮ মার্চ যুক্তরাষ্ট্র সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান জাতিসংঘের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর মোতায়েনকৃত ইউনিটের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং ভবিষ্যতে জাতিসংঘে বাংলাদেশ বিমান বাহিনীর অবদান বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তর এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ ও আলোচনা করবেন।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে জাতিসংঘের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
বিমান বাহিনী প্রধান সফর শেষে আগামী ২১ মার্চ দেশে ফিরবেন।