যুক্তরাষ্ট্র থেকে ফিরে মোদিকে ফোনে কী জানালেন পুতিন?

যুক্তরাষ্ট্র থেকে ফিরে মোদিকে ফোনে কী জানালেন পুতিন?

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নিজ দেশে ফিরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কয়েকদিন পর ভারতের প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে বৈঠকের বিষয়ে কথা বলেছেন তিনি।

সোমবার (১৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ কথা বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্পের সঙ্গে আলোচনার কয়েকদিন পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন। ফোনে ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকের নানা বিষয় শেয়ার করেছেন।

ভারতীয় প্রধানমন্ত্রী মোদির কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলমান সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেছেন। বিবৃতিতে মোদি যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন এবং ভারত এই বিষয়ে তার পূর্ণ সমর্থন দেবে বলেও জানানো হয়েছে।

মোদির কার্যালয় আরও জানিয়েছে, মোদি এবং পুতিন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন।

Scroll to Top