সাউথ আফ্রিকায় ম্যান্ডেলা আফ্রিকান চ্যালেঞ্জ কাপে অংশ নিয়ে সোনা জিতেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বক্সার জিনাত ফেরদৌস। তখন প্রথমবার দেশিয় গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন এ বক্সার। আবারও বাংলাদেশের গণমাধ্যমের শিরোনাম হয়েছেন জিনাত। সেটি জাতীয় বক্সিং প্রতিযোগিতায় অংশ নিয়ে।
২৮ জুলাই ঢাকার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে শুরু হয়েছে ৩১তম সিনিয়র পুরুষ ও ৭তম জাতীয় মহিলা বক্সিং প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার ৫২ কেজি ওজন শ্রেণীতে সরাসরি সেমিফাইনালে খেলেছেন জিনাত ফেরদৌস।
অবশ্য এ শ্রেণিতে প্রতিযোগী মাত্র ৬ জন হওয়ায় ‘বাই’ পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছেন জিনাত। মার্কিন প্রবাসী এ বক্সার খেলছেন নরসিংদীর গুডওয়েল বক্সিং ক্লাবের হয়ে।
সেমিফাইনালে জিনাত হারিয়েছেন সেনাবাহিনীর আসিয়া খাতুনকে। ফাইনালে জিনাত ফেরদৌসের প্রতিপক্ষ আফরা খন্দকার। তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক আফঈদা খন্দকারের বড় বোন।
জিনাত এবারই প্রথম জাতীয় বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। এরআগে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক আসরে অংশ নিয়ে জিতেছেন বেশ কিছু পুরস্কার।