যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের মধ্যাঞ্চলে একটি বহুতল ভবনে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তাসহ ৪ জন নিহত হয়েছেন। হামলায় অভিযুক্ত ওই বন্দুকধারীও আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) আইন প্রয়োগকারী সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, নিহত ব্যক্তিসহ দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। কর্তব্যরত অবস্থায় থাকা ওই কর্মকর্তা ভবনের নিরাপত্তায় কর্মরত ছিলেন। আরও চারজন নিহত হয়েছেন।
লাস ভেগাসের বাসিন্দা ২৭ বছর বয়সী শেন তামুরা নামে শনাক্ত হওয়া ওই বন্দুকধারীও আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
সিএনএন জানিয়েছে, নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন কর্মকর্তাসহ চারজনকে মিডটাউন ম্যানহাটনে হত্যা করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, ৩৬ বছর বয়সী ওই কর্মকর্তা দিদারুল ইসলাম এই বিভাগের সাড়ে তিন বছর ধরে কর্মরত এবং বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী ছিলেন।
তিনি আরও জানিয়েছেন। ঘটনাস্থল থ্রি ফোর ফাইভ পার্ক এভিনিউ এবং ইস্ট ফিফটি ওয়ান স্ট্রিটের চারপাশ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির কার্যালয়ে ঘটেছে। ম্যানহাটানের ওই এলাকায় বেশকিছু পাঁচ তারকা হোটেল এবং করপোরেট প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে।
জানা যায়, সন্দেহভাজন বন্দুকধারী প্রথমে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে থ্রি ফোর ফাইভ পার্ক অ্যাভিনিউয়ের লবিতে একজন নিউ ইয়র্ক পুলিশ অফিসারের সাথে গুলি বিনিময় করে। এরপর তিনি ৩৩তম তলায় উঠে যান, তারপর অফিস টাওয়ারের ভেতরে নিজেকে ব্যারিকেড করেন, সম্ভবত ভবনের ৩২তম তলায়, যার ফলে এলাকায় লকডাউন শুরু হয়।