যুক্তরাষ্ট্রে লিগ ম্যাচ খেলতে রাজি বার্সা | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রে লিগ ম্যাচ খেলতে রাজি বার্সা | চ্যানেল আই অনলাইন

২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি লিগ ম্যাচের আয়োজন করতে চেয়েছিল লা লিগা। তবে তৎকালীন স্পেন ফুটবলারদের বিরোধিতায় এই পরিকল্পনা থেকে দ্রুতই সরে আসে লা লিগা। সম্প্রতি আবারও আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রে লা লিগার ম্যাচ আয়োজন নিয়ে। তাতে সমর্থন জানিয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা।

মৌসুম পূর্ব প্রস্তুতির জন্য এশিয়া সফরে আছে বার্সেলোনা। সাউথ কোরিয়ার সিউলে যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন বার্সা প্রেসিডেন্ট। সেখানে জানান, আগামী মৌসুমে যুক্তরাষ্ট্রে একটি ম্যাচ খেলতে প্রস্তুত বার্সেলোনা।

বলেছেন, “গতবছর থেকে সম্ভাব্য ম্যাচটি নিয়ে আলোচনা হচ্ছে। স্পেনের শীর্ষ লীগ ‘লা লিগা’ এই সুযোগটি নিয়ে রোমাঞ্চিত। আমরা প্রতি বছর যুক্তরাষ্ট্রে যেতে পারলে খুশি হব। কারণ আমরা সেখানে ভালোবাসা পাই, একটি ক্লাব হিসাবে সম্মানিত বোধ করি, সেখানে প্রচুর ভক্ত রয়েছে।”

লাপোর্তা জানালেন লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস যুক্তরাষ্ট্রে একটি ম্যাচ আয়োজনে বেশ আগ্রহী। বলেছেন, ‘আমি মনে করি এটি খুবই আকর্ষণীয় হবে লা লিগার জন্য। লা লিগা সভাপতি (হ্যাভিয়ের তেবাস) এই আনুষ্ঠানিক ম্যাচটি যুক্তরাষ্ট্রে আয়োজনে বেশ আগ্রহী।

লাপোর্তা মনে করেন যুক্তরাষ্ট্রে খেলাটা বার্সেলোনার জন্য সম্মানের বিষয়। বলেছেন, ‘বার্সেলোনার জন্য, এটি সম্মানের বিষয়। যুক্তরাষ্ট্রে অংশ নিতে আমরা প্রস্তুত এবং উন্মুক্ত।’

Scroll to Top