যুক্তরাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত ৪৫ জনে। এর মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এখনও নিখোঁজদের সন্ধানে শত শত উদ্ধারকর্মী কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত প্রায় ৮৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (৬ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তার প্রশাসন।

কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা বলেন, উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং প্রতিটি নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া না পর্যন্ত তা চলতে থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ওই অঞ্চলের টেলিযোগাযোগ অবকাঠামোর ক্ষতি হওয়ায় লোকজনের সাথে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে বলে। হেলিকপ্টার ছাড়াও হাই প্রোফাইল ট্যাকটিক্যাল সামরিক বাহন উদ্ধার তৎপরতায় মোতায়েন করা হয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, এই সপ্তাহের মধ্য টেক্সাসে আরও বন্যা হতে পারে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শনিবার থেকে এলাকাটিতে প্রায় ৫ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছড়া, শুক্রবারের প্রবল বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সপ্তাহব্যাপী মধ্য টেক্সাসে একাধিক হঠাৎ বন্যার সতর্কতা বহাল রয়েছে।

Scroll to Top