যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে গুলিতে নিহত ২ দমকলকর্মী | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে গুলিতে নিহত ২ দমকলকর্মী | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের আইডাহোর উত্তর-পশ্চিমাঞ্চলের কুটেনাই শহরের পাহাড়ি ঝোপে দাবানল নেভানোর সময় গুলিতে দুই দমকলকর্মী নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার দুপুর ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে এবং ঘটনায় আহত আরও বেশ কয়েকজন সন্দেহভাজনের মরদেহ সোয়াট টিম উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন কার্যালয়।

কার্যালয় জানিয়েছে, এক বন্দুকধারী উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে দমকলকর্মীদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই কর্মী প্রাণ হারান এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে সোয়াট টিম দ্রুত অভিযান চালায়।

সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহ পরে ঘটনাস্থলের কাছে একটি ঝোপের মধ্যে পাওয়া যায়। মরদেহের পাশে একটি আগ্নেয়াস্ত্রও পড়ে থাকতে দেখা গেছে। তবে হামলার উদ্দেশ্য বা বন্দুকধারীর পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

আইডাহো অঙ্গরাজ্যের গভর্নর এক বিবৃতিতে নিহতদের প্রতি শোক জানিয়ে বলেন, এই সহিংসতা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক। যারা জীবন ঝুঁকিতে ফেলে আমাদের রক্ষা করেন, তাদের ওপর এমন হামলা মেনে নেওয়া যায় না।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এলাকাবাসীকে সহায়তা করার আহ্বান জানিয়েছে।

Scroll to Top